ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দু’ বছরের শিশু উদ্ধার করলো ভাইকে [ভিডিও]

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ , ০২:১৪ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের বাসিন্দা রিকি ও কাইলি শোফ। তাদের দু’বছরের জমজ সন্তান ব্রক শোফ ও বাউডি শোফ। স্বামী-স্ত্রী দু’জনেই চাকরিজীবী হওয়ায় ঘরে ব্রক ও বাউডি দু’জনেই খেলাধুলা করে। আর তাদের দেখাশোনা করে ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরা। সে ক্যামেরায় ধরা পড়লো অদ্ভূত দৃশ্য। আর ফেসবুকে শেয়ার করতেই সে দৃশ্য ভাইরাল হয়ে গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের কোনায় রাখা ওয়্যারড্রোব নিয়ে খেলছিলো ব্রক ও বাউডি। দু’ভাই ওয়্যারড্রোবের দু’টি ড্রয়ার খুলে সেখানে ঢোকার চেষ্টা করছিলো। হঠাৎ উল্টে পড়ে যায় ফার্নিচারটি। আর তার নিচে চাপা পড়ে ব্রক। বাউডি তখনো বুঝতে পারছিলো না কি হয়েছে।

ভাইয়ের অবস্থা দেখে সে বুঝতে পারে কষ্ট হচ্ছে তার ছোট ভাইয়ের। ভাইকে বের করার চেষ্টা শুরু করে বাউডি। অনেক সময় চেষ্টা করার পরে একাই সরিয়ে ফেলে ওয়্যারড্রোবটি।

বিজ্ঞাপন

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে শিশুদের বাবা রিকি শোফ। ফেসবুক স্ট্যাটাসে রিকি বলেন, ভিডিওটি শেয়ার করতে দ্বিধাবোধ করেছিলাম। কিন্তু বাচ্চাদের ধরে আসবাবপত্র ব্যবহারের ব্যাপারে সবাইকে সচেতন করতেই ভিডিওটি শেয়ার করলাম।

ভিডিওটি শেয়ার করার পরপরই এটি ঝড় তোলে। বেশ কয়েকটি মিডিয়ার নজরেও পড়ে ভিডিওটি।



এফএস/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |